ব্যাচ 95-97 রিয়াদের উদ্যোগে সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত; ফারুক আহমেদ চান,মধ্যপ্রচ্য ইনচার্জ

নিজে ভালো থাকবো অন্যকেও ভালো রাখতে চেষ্টা করবো এই স্লোগান কে সামনে রেখে দেশ ও মানবতার কল্যাণে সৌদি আরবের রিয়াদে গড়ে তুলেছে এসএসসি ব্যাচ 95-97 সংগঠন। সেই সংগঠন ব্যাচ 95-97 রিয়াদের উদ্যোগে সৌদি ন্যাশনাল ডে উপলক্ষে বন্ধুদের মিলনমেলা স্থানীয় এক কমিউনিটি সেন্টারে গভীর রজনী পর্যন্ত অনুষ্ঠিত হয়। সংগঠনের এডমিন এনামুল হক সুজন ও আরিফ মাহমুদ নিঝুমের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন - এডমিন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আলমগীর হোসেন ,ডালিম মনির,খন্দকার সোহাগ, আহমদ জিয়া সহ আরো অনেকে।অনুষ্ঠানে আগত সদস্যদের সকলকে টিশাট প্রদান করা হয়। মিলনমেলায় বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সংগঠনের আগামী দিনের পরিকল্পনা ঘোষণা করা হয়। সব শেষ ছিলো নৈশভোজ।