গত মধ্যরাতে সৌদি আরব রিয়াদের বাথা গোরাবীতে বসবাস রত বাংলাদেশী ব্যবসায়ী হৃদরোগে মৃত্যু

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন   |   প্রবাস



গত মধ্যরাতে সৌদি আরব রিয়াদের বাথা গোরাবীতে বসবাস রত বাংলাদেশী ব্যবসায়ী মো:নুর মিয়া (দুলাল)নামে হৃদরোগে আক্রান্ত হয়ে  এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে- ফারুক আহমেদ  চান-মধ্যপ্রাচ্য ইনচার্জ -

নিহত নুর মিয়া দুলাল নোয়াখালী জেলার, বেগম গঞ্জ উপজেলার আলাইয়া পুর  ইউনিয়নের বাসিন্দা।


নিহতের নিকট আত্নীয়  নোয়াখালীর সদর উপজেলার প্রবাসী মো:আলাউদ্দিন জানান জীবিকার তাগিদে এিশ  বছর আগে সৌদি আরবে আসেন তিনি।

দেশে রয়েছে তার স্ত্রী,দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে। 


নিহত নুর মিয়া দুলাল অত্যন্ত সহজ সরল জীবন যাপন করতেন।

বৃহস্পতিবার  রাতের খাবার খাওয়ার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।


তাঁর লাশ রিয়াদ শহরের সমুচী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।পরিবারে সাথে আলোচনা সাপেক্ষ  তার লাশ রিয়াদে দাপন  করা হবে   অথবা দেশে পাঠানো হবে।

প্রবাস এর আরও খবর: