রিয়াদে সুপার সিলেট ফুটবল ক্লাব এর আয়োজনে ফুটবল টুনামেন্ট এর উদ্ধোধন হয়েছে

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন   |   প্রবাস


;সাদেক আহমেদ,রিয়াদ প্রতিনিধি,

রিয়াদের ইসকান টু ফুট বল মাঠে প্রতিযোগিতা মুলক খেলায় শুরুতে সমাজসেবী আবদুল ওয়াদুদএর সভাপতিত্বে  খেলায় প্রধান অতিথি  হিসাবে উপস্থিত  থেকে এর উদ্ধোধন ঘোষনা করেন বাথা সানসিটি মেডিকেল  এর এমডি আবদুল্লাহ  আল মামুন,বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক  ফোরামের সভাপতি আরটিভির সৌদি ব্যুরো চীফ  আবুল বশির, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের  (বাপ্রসাফ)সভাপতি, এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান,বিশিষ্ট  সমাজসেবী ও রাজনীতিবিদ  মাওলানা ফুজায়েল আহমেদ,আল আমিনের সঞ্চালনায় সভায় শুভেচছা বক্তব্য  রাখেন হারিছ আলী,সাঈদুর রহমান,ও বাচছু মিয়া প্রমুখ প্রবাসী সমাজের  বিশিষ্ট  জনরা।উদ্ধোধনীয় খেলায় সুপার সিলেট এর ৪টি ক্লাব অংশ গ্রহন করে।  খেলায় প্রবাসী  সমাজের বিশিষ্ট  ব্যক্তিরা সহ প্রবাসী শত শত বাংলাদেশী খেলা উপভোগ করে  আনন্দ  ও উল্লাসে মেতে উঠেন।

প্রবাস এর আরও খবর: