রিয়াদে ব্যাচ ৯৫/৯৭র বনভোজন অনুষঠিত

রিয়াদে ব্যাচ ৯৫/৯৭এর বন্ধু মোহাম্মদ ডালিমের আয়োজনে বনভোজনে অনুষ্ঠিত ;গত রাতে রিয়াদে ব্যাচ ৯৫/৯৭এর বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ডালিম ইসলামের আয়োজনে শীতকালীন আনন্দ আড্ডা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ ডালিম ইসলামের সভাপতিত্বে ব্যাচ এডমিন এনামুল হক সূজন এর সঞ্চালনায় আনন্দ আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল ইসলাম।,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম সভাপতি ফারুক আহমেদ চান,যুবনেতা আসাদুজ্জামান ইলিয়াস প্রমুখ। আনন্দ ঘন এ অনুষ্ঠানে বন্ধুরা নাচে,গেয়ে পুরো অনুষ্ঠান কে মাতিয়ে রাখেন।অনুষঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্যাচ এর শীর্ষ উদ্যেক্তা গণ।আড্ডায় আকর্ষনীয় নৈশভোজের আয়োজন করা হয়। ব্যাচ ৯৫/৯৭এর প্রবাসী বিপুল সংখ্যা সদস্য রিয়াদের প্রতিষিঠত ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।