রিয়াদে প্রবাসী চাঁদ পুর জেলা বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন   |   প্রবাস


ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ!!

রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইনভেস্টার লায়ন ইসমাইল  হোসেন অডিটোরিয়াম  এ  প্রবাসী চাঁদ পুর জেলা বিএনপির বিশাল  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।বৃহস্পতিবার  বিকালে শুরু হওয়া আলোচনা  পর্বে সভাপতিত্ব করেন অনুষ্ঠান  উদযাপন কমিটির আহবায়ক ও সৌদি আরব  পূর্বাঞ্চল বিএনপির  সিনিয়র যুগ্ম  সাধারন  সমপাদক  তাজুল ইসলাম গাজী।প্রবাসী চাঁদ  পুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম  সাধারন  সমপাদক  জিএম রাজ্জাক এর পরিচালনায় অনুষঠানে প্রধান অতিথি  ছিলেন চাঁদ  পুর জেলা বিএনপির সহ:কোষাধ্যক্ষ  বিশিষট ব্যাবসায়ী  বশীর আহমেদ  সরকার।অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন প্রবাসী জেলা বিএনপির উপদেষ্টা  সোহরাব  হোসেন লিটন,সহ সভাপতি মাসুদ হোসেন,সাংগঠনিক  সমপাদক  ফারুক হোসেন সহ প্রবাসী জেলা বিএনপিও থানা কমিটির শীর্ষ  নেতৃবৃন্দ।                 সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত  পরিচালনা  করা হয়।৷৷

প্রবাস এর আরও খবর: