রিয়াদে ঢাকা মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক কে সংবর্ধনা

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন   |   প্রবাস



রিয়াদে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপি আয়োজিত কে  সংবর্ধনা ।  সংবধির্ত অতিথি ঢাকা মহানগর  বিএনপির যুগ্ম  আহবায়ক, মতিঝিল  থানা বিএনপির সাবেক সভাপতি  ও মতিঝিলের সাবেক কমিশনার হারুনুর রশীদ হারুন বলেছেন  দেশের উন্নয়ন, গনতন্ত্র  ও সমৃদ্ধির জন্য বেগম খালেদা  জিয়াও তারেক রহমানের  নেতৃত্বের  বিকল্প  নেই।তাই তাদের সুস্থতার জন্য সবার নিকট দোয়া চাই।রিয়াদের দা প্যালেস হোটেলে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির  পৃষ্ঠপোষক আবদুল্লাহ  আল মামুনের সভাপতিত্বে  ও প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রতিষঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় সংবধর্না অনুষ্ঠানে  বক্তব্য  রাখেন প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল  ইসলাম,সাধারণ  সমপাদক  ফারুক হোসেন,আলমগীর  হোসেন,আনোয়ার হোসেন, সহ লক্ষীপুর ও প্রবাসী রামগঞ্জ  উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সভায় সংবর্ধিত অতিথি কে ফুল,মানপএ ও সন্মান  প্রধান করা হয়।বিপুল সংখ্যা  প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির  নেতৃবৃন্দ  সভায় অংশগ্রহণ  করেন।

প্রবাস এর আরও খবর: