সৌদি আরবের হাইল বাংলাদেশী একক মালিকানায় প্রতিষ্ঠিত Simple dream Company গ্রুপের ইউশা টুর এন্ড ট্রাভেল এর শুভ উদ্বোধন
মধ্যপ্রাচ্য প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান-
ইউশা টুর এন্ড ট্রাভেল কর্ণধার হাইলের বিশিষ্ট ব্যবসায়ী
বাংলাদেশী ইনভেস্টার নোয়াখালী বেগমগঞ্জের কৃতি সন্তান জনাব ইউসুফ রানার।এই প্রতিষ্ঠানটি বাংলাদেশি ভাইয়ের জন্য একটি আস্হার জায়গা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইলে'র বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচিত মুখ শ্রদ্ধাভাজন জনাব মফিজুর রহমান,
বিশিষ অতিথি ছিলেন,এজাজ উদ্দিন শামীম, নাজমুল হক নিশাত, মোঃ আমীর, মুরাদ টেলিকম সেন্টারের পরিচালক হেলাল উদ্দিন সহ
সৌদি আরব হাইল বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও হাইলে বসবাসরত ব্যবসায়ীগণ এর উপস্থিতি জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উদ্ধোধনীয় অনুষ্ঠানে প্রতিষঠানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।বিপুল সংখ্যাক প্রবাসী বাংলাদেশী উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।