রিয়াদে আজ এনটিভির ২২তম জন্ম উৎসবের আয়োজন

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন   |   প্রবাস



রিয়াদে এনটিভি ২২তম বর্ষে পদার্পনে জন্ম  উৎসব ও প্রবাস বিনোদন  পর্ব- ২৩ এর চুড়ান্ত প্রস্ততি সমপর্ন্ন। আজ ৫ই;সেপ্টেম্বর  বৃহস্পতিবার রাতে রিয়াদে অনুষ্ঠিত হতে যাচেছ বিশাল এ আয়োজন। আয়োজনের ফাইনাল  রির্হাসেল এ অংশ নেন ঢাকা থেকে আগত জনপ্রিয়  সংগীত শিল্পী  রাকা জারা, প্রবাসী জনপ্রিয় শিল্পী শশী,নুহা,ইমরান জাভেদ, ইউসুফ সহ অন্যরা। আয়োজকরা  আশা করেন এ আয়োজন টি হবে  রিয়াদে অত্যন্ত জমকালো ও প্রানবন্ত।এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক  আহমেদ চান পুরো আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন তিনি আগামীতে ও প্রবাসী দের আনন্দ  বিনোদন দেওয়ার ধারা অব্যহত থাকবে বলে আশা পোষন করেন।প্রবাসী সমাজের বিশিষ্ট  ব্যক্তিরা সহ প্রায় সহস্রাধিক লোক এ আয়েজন অংশ নিবেন বলে জানিয়েছেন  এনটিভি দর্শক ফোরাম সাধারণ সমপাদক  ব্যবসায়ী আলী আহসান কিরন।

প্রবাস এর আরও খবর: