রিয়াদে জাঁকজমকপূর্ণ ভাবে কেক কেটে এনটিভির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এন্ড টিভির ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন ২৩ তম প্রবাস বিনোদন উদযাপন উপলক্ষে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রিয়াদের আল ওয়ালিদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের সার্বিক তত্ত্বাবধানে
অনুষ্ঠানের শুরুতে এনটিভি দর্শক ফোরাম এবং এনটিভি সাংস্কৃতিক ফোরামের নেতৃত্বে পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতিতে আনন্দঘন উল্লাসের মধ্য দিয়ে কেক কাটা হয়।
প্রবাসের মাটিতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশী প্রতিষ্ঠান এবং ইনভেস্টর হিসেবে বিশেষ অবদান রাখায় এনটিভি পরিবারের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করা হয়।
এনটিভি দর্শক ফোরামের সভাপতি সাকিব উল ইসলামের সভাপতিত্বে এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামে সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানসিটি পলিক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি
সৌদি আরব দর্শক ফোরামের সাধারণ সম্পাদক আলী আহসান কিরণ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম।
এনটিভি সৌদি আরব সাংস্কৃতিক ফোরামের সভাপতি নাসরিন কিরণ ।
সৌদি ন্যাশনাল ব্যাংক (এসএনবি) কুইক পের ম্যানেজার আব্দুল্লা মুতাইরী , নোভা এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন, (বি.এম.জে.এ) ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান বসির সরকার।
অনুষ্ঠানে কেক কাটার পরে এনটিভি পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পৃষ্ঠপোষক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক ফকির আল-আমিন, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ, প্রচার সম্পাদক ফকির হাকিম,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আল-আমিন বিন নান্নু মিয়া সহ গণমাধ্যম কর্মী ,সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বর্ণা আক্তার রাকা জারা, জেদ্দার স্থানীয় শিল্পী আকীলা, রিয়াদের স্থানীয় বাউল শিল্পী ইমন, নোহা ও শশী গান পরিবেশন করেন।
মিউজিকে ছিলেন রিয়াদ প্রবাস বাংলা ব্যান্ড ।
বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী রাকা কোকিল কন্ঠে আগত দর্শকদের মাতিয়ে রাখেন প্রায় মধ্যরাত পর্যন্ত জমকালো অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী দর্শকরা।
অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী এর দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি এবং প্রবাসীরা এনটিভি পরিবারকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানের সহযোগিতায় স্পন্সর হিসেবে ছিলেন
সানসিটি পলিক্লিনি, সৌদি ন্যাশনাল ব্যাংক
(এসএনবি) কুইক পে, নোভা এন্টারপ্রাইজ,
(বিএমজেএ) ট্রেডিং কোম্পানি, ফুড হাউজ, দৈনিক আলোচিত বার্তা ।