রিয়াদে (বিএফইউজে )সহকারি মহাসচিবের সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের বৈঠক

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন   |   প্রবাস


সৌদি আরব প্রতিনিধি: 

২১ অক্টোবর রাতে রিয়াদস্ত বাথা সানসিটি পলিক্লিনিক সেমিনার কক্ষে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ  সৌদি আরব রিয়াদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারি মহাসচিব গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ সহিদ উল্লাহ  মিয়াজীর সঙ্গে  শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও সৌদি আরব এনটিভি প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান এর সভাপতিত্বে - বর্ণ ডট টিভির পরিচালক ও সাধারণ সম্পাদক ফকির আল আমিনের সঞ্চালনায়


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারি মহাসচিব মোঃ সহিদ উল্লাহ মিয়াজী।


এ সময় উপস্থিত ছিলেন: সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা এশিয়ান টেলিভিশন রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, প্রধান সমন্বয়ক দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধ মোঃ জাহাঙ্গীর আলম, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রধান ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রোটা: মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, লাব্বাইক পত্রিকার প্রকাশক সংগঠনের সহ-সভাপতি শাহজালাল ভুট্টু, যুব বার্তা পত্রিকার প্রতিনিধি ও সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আসমাউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাই টিভি রিয়াদ প্রতিনিধি

মোঃ ছাদেক আহমাদ, দপ্তর সম্পাদক ও ৫২ বাংলা ডট নিউজে সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম, ক্রিড়া সম্পাদক ও দৈনিক যায়যায় কাল প্রতিনিধি এম  মেহেদুল খান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার সৌদি আরব প্রতিনিধি ও সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত আল মাহদী, নবীনগর তিতাস টিভি সৌদি আরব প্রতিনিধি ও সংগঠনের সদস্য আল আমিন বিন নান্নু।



অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাইজিং বিডি সৌদি আরব প্রতিনিধি ও সংগঠনের উপদেষ্টা লোকমান বিন নূর হাসেম, গ্লোবাল টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি ও সংগঠনের সদস্য মোঃ বিল্লাল হোসেন সহ সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা এই সময়ে উপস্থিত ছিলেন। 



সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভায় ২০২৪-২০২৬ দুই বছরের জন্য কমিটির সদস্যবৃন্দ সাথে মতবিনিময় ,সদস্য অন্তর্ভুক্তিকরণ এবং সংবিধান অনুযায়ী সংগঠন পরিচালিত হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। দুই বছর পরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হবে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রবাসের মাটিতে বাংলাদেশের সম্মান ধরে রেখে আত্মমর্যাদার সঙ্গে গণমাধ্যমকর্মীরা নিজের দেশকে তুলে ধরবে, দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাস এর আরও খবর: