সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন   |   প্রবাস


সৌদি আরব প্রতিনিধি : 


সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বর্ধিত সভা হোটেল ডি প্যালেসে  অনুষ্ঠিত হয়েছে। 


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে ,সাধারণ মানুষের পাশে  প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি  ছিলো এবং থাকবে। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপি প্রবাসী  নেতাকর্মীদের উজ্জীবিত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ।



প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে - সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় 


অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন। 


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা ও সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রবাস এর আরও খবর: