গোপালগঞ্জে গন হত্যার প্রতিবাদে রিয়াদস্হ চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত প্রতিবাদ সভা ও আলোচনা সভা করা হয়।

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন   |   প্রবাস


রিয়াদ প্রতিনিধি, 

রিয়াদে ওয়াদি লেবন একটি কমিউনিটি সেন্টারের গত ১৭ জুলাই বৃহস্পতিবার গোপালগঞ্জে গন হত্যার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করেন রিয়াদস্হ চাঁদপুর জেলা আওয়ামী লীগ শাখা। রিয়াদস্হ চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ আরকান শরীফ 

বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদ মাদবর,  রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,  রিয়াদ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির,  রিয়াদ মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আতিয়ার রহমান শেখ, সঞ্চালনা  করেন আবু আহসান পাটোয়ারী রিয়াদস্হ চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ ছাড়া  যে সকল নেতা  কর্মী উপস্থিত ছিলেন  যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম পয়সাল, মোজাম্মেল খান মিটু,  রাজন চৌদরী, এমরান খান ইমু, ইয়াছিন, আলমগীর হায়দার, আউয়াল মজুমদার, কামরুল হোসেন,  রিপন গাজি সহ  আর ও অনেকে সকল বক্তারা বলে গোপালগঞ্জে ইউনুস প্রশাসন   যে হত্যা কান্ড করেছে তা ৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তা করেন নাই গোপালগঞ্জে এর প্রতিটি হত্যা কান্ডের জন্য  তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানান উপস্থিত  সকল নেতা কর্মী।

প্রবাস এর আরও খবর: