বুড়িচংয়ে বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৭:৫৮ অপরাহ্ন   |   বিনোদন



মারুফ হোসেন, বুড়িচং প্রতিনিধি।। 


কুমিল্লার বুড়িচং উপজেলায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২৪ মার্চ ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ পরিদর্শন করে। পরে স্বল্পোন্নত হতে উত্তোরণ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার। বুড়িচং উপজেলা সকল বিভাগীয় কার্যালয়ের বাস্তবায়নে তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে উপজেলা চত্বরে স্টল স্থাপন। সুবিধা ভোগীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্বন্ধে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাগণ কর্তৃক যাতে সম্যক জ্ঞান অর্জন করতে পারে সে লক্ষ্যে উক্ত স্টল স্থাপন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে ২৩ টি স্টল স্থাপন করা হয়। এগুলো হলো যথাক্রমে উপজেলা প্রকৌশলী কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি),উপজেলা তথ্য আপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসারে কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা কৃষি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, উপজেলা সমাজ সেবা অফিস, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা শিক্ষা অফিস, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাণী সম্পদ অফিস, বুড়িচং থানা, ফায়ার সিভিল ডিফেন্স, উপজেলা আনসার ও ভিডিপি অফিস।  


উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মো. ছামিউল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, কৃষি কমর্কর্তা আফরিণা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার বানিন রায়, মৎস্য কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারেয়ার, মহিলা বিষয়ক কর্মকর্ত ফাতেমা জোহরা, সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র শীল, বীরমুক্তিযোদ্ধা ময়নাল হোসেন অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

বিনোদন এর আরও খবর: