যমুনার পাড়ে।

এস এম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম
কবিমন আনমনে দিগন্ত পানে চেয়ে
উদাস শব্দ খোঁজে কবিতার চরণে।
পড়ন্ত বিকেলে দলছুট মেঘ থেকে-
সোনারং ঝরে পড়ে জলের গায়ে,
ঝিরিঝিরি সমিরন সঙ্গম নৃত্যে
রঙমাখা জল ছুঁয়ে মৃদুলয়ে ঢেউ তুলে,
সম্প্রীতির অপরূপ সৌন্দর্য লীলায়
আপন মনে ব্যস্ত, ত্রিসঙ্গ উপভোগে-
কবি সেই ছবি আঁকে যমুনার পাড়ে।
যমুনার কোল ঘেঁষে কুয়াশা চাদর গায়ে,
শিশিরের ঘুম ভেঙে কলসিতে জল ভরে।
লজ্জা শরমে মরে চুপিসারে স্নান করে,
আঁধারের পথ ধরে সাবধানে ঘরে ফেরে।
কবিতায় উঠে আসা চেনা রমনী।
গভীর নদীবক্ষ থেকে বালিকণা তুলে
পাড়ে গড়ে উঠছে বিস্তীর্ণ ধু ধু বালুচর,
জীবন মানের টানে জীবনের প্রয়োজনে-
উঠছে সেথায় গড়ে শিল্পনগর।
বিজলি আলোয় চমকে দিয়ে
রাতের আঁধার মৌনতা ভেঙে,
শুনশান নিরবতা হয়তো হারিয়ে যাবে-
অবসরে চিরতরে, কোন একদিন!
জীবিকার প্রয়োজনে কোলাহলে ভরে যাবে,
মেশিনের ব্যবহারে বায়ু জল পঁচে যাবে,
কবিতার প্রয়োজনে স্নিগ্ধ এ নদীপাড়ে
আসবেনা কবি ফিরে আর কোনদিন!
লেখক - পুলিশ সুপার, গীতিকবি প্রাবন্ধিক ও
কন্ঠশিল্পী।