সিরাজগঞ্জে করোনা শনাক্তের ১০ জনের ৭ জনই রায়গন্জে।

সিরাজগন্জ প্রতিনিধি :
আজ রবিবার (১৪জুন) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তার প্রেস ব্রিফিং এ জানা যায়, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা টেস্টের যে রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নমুনা টেস্টে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা থেকে ১০ জনের করোনা পজেটিভ । নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন রায়গঞ্জ উপজেলার। তাড়াশ উপজেলার ২ জন এবং কামারখন্দে রয়েছে ১ জন। এ নিয়ে সিরাজগন্জে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮২ জন। বর্তমানে সিরাজগঞ্জের সকল উপজেলার লোকজনই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।