নাটোরের বড়াইগ্রামে 'ট্রাফিক পক্ষ -২০২০' উদ্বোধন।

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ০৭:৫৫ অপরাহ্ন   |   বিনোদন


জাহিদ হাসান  নাটোর প্রতিনিধিঃ

 মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে নতুন সড়ক পরিবহন আইন নিয়ে গনসচেতনতা তৈরিতে নাটোরের বড়াইগ্রামে ট্রাফিক পক্ষ নভেম্বর -২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।  ৫ নভেম্বর বৃহস্পতিবার  উপজেলার বনপাড়া বাজারে পৌরসভার সামনে নাটোর-পাবনা মহাসড়কের ট্রাফিক মোড়ে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন পুলিশ সুপার নাটোর এর পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম ।এসময় ট্রাফিক পক্ষ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম, থানার ওসি তদন্ত আব্দুর রহিম । এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস,আই রবিউল ইসলাম,  বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, বনপাড়া পৌরসভার কাউন্সিলর গন,বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন সহ এলাকার সুধীজন । উদ্বোধন অনুষ্ঠানে বক্তাগন সাধারণ জনগন, বিভিন্ন গাড়ি চালক ও পথচারীদে উদ্যেশে বলেন, জনমনে সকলের মধ্যে গনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এ ট্রাফিক পক্ষের উদ্বোধন করা হয়েছে ।এ সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, হেলমেট ব্যতীত মোটরসাইকেল না চালানো, তিনজন নিয়ে মোটরসাইকেল না চালানো,গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ফিটনেসবিহীন গাড়ি না চালানো, নেশাগ্রস্ত ও মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, বেপরোয়া ভাবে গাড়ি না চালানো, যত্রতত্র গাড়ি পার্কিং না করা, বাসের ছাদে যাত্রী বহন না করা সহ ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন । ট্রাফিক পক্ষ আজ ৫ই নভেম্বর থেকে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ।

বিনোদন এর আরও খবর: