আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক গ্রুপ এর পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পইন কর্মসূচি।

রিপোর্টার, মোঃরিয়াজ খাকীঃ
গোপালগঞ্জ জেলায় খুব পরিচিত একটা ব্লাড ব্যাংক এর নাম আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক, এখানে গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার সেচ্ছাসেবী নিয়ে আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক সংগঠন করা হয়। যেখানে ফোন করার সাথে সাথেই মিলছে ব্লাড। আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক গ্রুপে রয়েছে অসংখ্য রক্তযোদ্ধা। যারা দিনে রাতে যে কোন সময় ফোন পেলেই ছুটে যাই একজন মুমূর্ষ রোগির জীবন বাচাতে।আজ গোপালগঞ্জ সদর উপজেলার রাঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামে আজ ২৯ সেপ্টেম্বর ২০২১ ইং বুধবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক গ্রুপ এর পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়।আজ সারা দিনে ৪৯০ জন কে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করে দেয় আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক।
এসময় উপস্থিত থাকে গোপালগঞ্জ ব্লাড ব্যাংক এর উপদেষ্টা মোঃরুদ্র মাহমুদ রাসেল,মোঃমিজানুর রহমান মানিক,মোঃসুজন শিকদার,মোঃসাজিদুল ইসলাম,মোঃশুভ,মোঃফুয়াদ,
মলি খানম,নিসাত খানম,মোঃমুস্তাফিজ খন্দকার,মোঃরাকিব-আল হাসান,মোঃরিয়াজ খাকী,
এসময় আর ও উপস্থিত থাকে সিলনা গ্রামের গন্য মান্য সকল শ্রেণির ব্যাক্তিবর্গ।তারা সকলে আমাদের গোপালগঞ্জ ব্লাড ব্যাংক এর প্রতি ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
এসময় গোপালগঞ্জ ব্লাড ব্যাংক এর উপদেষ্টা মোঃরুদ্র মাহমুদ রাসেল বলেন, পৃথিবীতে সকল ধর্মেই মুমূর্ষুকে দানের কথা বলা হয়েছে। কিন্তু সেই দান যদি হয় রক্ত, তবে তার মহত্ব ছাড়িয়ে যায় অন্য সব কিছুকে।কিন্তু আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনও প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ কম। এখনও প্রতিবছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়।তাই আমরা প্রতিজ্ঞা করেছি গোপালগঞ্জে রক্তের অভাবে আর একটি প্রান ও ঝরতে দিবো না।তিনি আরও বলেন শুধু গোপালগঞ্জ নয় মুমূর্ষ রোগির জীবন বাচাতে আমরা বাংলাদেশের যে কোন যাইগায় গিয়ে সেচ্ছায় রক্ত দান করতে প্রস্তুত।