গোপালগঞ্জ মুকসুদপুর থানা কর্তৃক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ১১:১৪ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


মাহাবুব বাবু,
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আজ বুধবার সকাল ১০টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এ বছর পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম পদকে ভূষিত হওয়ায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম,পিপিএমকে  মুকসুদপুর উপজেলা পরিষদ, মুকসুদপুর থানা ও মুকসুদপুর পৌর পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা মুকসুদপুর উপজেলার বিভিন্ন সমস্যা তথা মাদক, জুয়া,বাল্যবিবাহ,ইভটিজিং,যানজট,বেপরোয়া মোটর সাইকেল চালানোসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম,পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবদুল রহমান, গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ নিহাদ আদনান তাইয়ান,সিনিয়র সরকারি পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল শাহীনুর চৌধুরী।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড.আতিয়ার রহমান মিয়া,উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রানী দুর্গা, নুন খির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনি শেখসহ প্রমুখ। 
এ অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম বলেন আপনারা যে সকল সমস্যার কথা তুলে ধরেছেন সে সমস্যা গুলো অতিদ্রুত সমাধান করা হবে। তিনি আরো বলেন, আপনারা অন্যায়ের প্রশ্রয় দিবেন না। সঠিক সময়ে তথ্য দিয়ে পুলিশকে সহোযোগিতা করুন। পুলিশ সবসময় আপনাদের পাশে আছে ।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: