কোটালীপাড়ায় বোন কে জবাই করে হত্যা করলো ভাই

 প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা



ঘটনা টি ঘটেছে উপজেলার রাধাগঞ্জ পাড়ের পার গ্রামে। আজ মঙ্গল বার দুপর ১২ টা এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। 


নিহতের পিতা জাকির হোসেন জানান তার স্ত্রী নুন নাহার একাধিক পুরুষের সঙ্গে পরকীয় করতেন এ নিয়ে পরিবারে অশান্তি চলচিলো। 

আজ দুপুর ১২ টার দিকে ভাই সিফাত উল্লা শেখ তার ১২ বছর  বয়সী বোন হালিমা খাতুন (১২) কে তাদের ঘরের ভিতর জবাই করে হত্যা করে পালিয়ে যায়।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: