মুকসুদপুর উপজেলা আওয়ামী‌লীগের সহ-সভাপ‌তি ও ইউপি চেয়ারম‌্যান বীর মুক্তিযোদ্ধা জাফর ফকিরকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরে লাশের দাফন সম্পন্ন

 প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ০৯:০১ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


কাজী ওহিদ-গোপালগঞ্জ থেকে,

মুকসুদপুর উপজেলা আওয়ামী‌লীগের সহ-সভাপ‌তি,সাবেক সাধারন সম্পাদক ও বাটিকামারী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম‌্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম হোসেন জাফরের ২৭ মার্চ রবিবার সকাল ৯ টায় বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজ মাঠে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের নেতৃত্বে মুকসুদপুর থানার চৌকস পুলিশ দলের মাধ্যমে গার্ড অব অনার প্রদর্শন,গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি ও মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে একই মাঠে জানাজা নামাজ শেষে বাটিকামারী গ্রামের নিজ পারিবাবিক কবর স্থানে তার লাশের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা নামাজে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যয়ন মুন্সী আতিয়ার রহমান, সাধারন সম্পাদক মাহাবুব খান, প্রচার সম্পাদক মোঃ বদরুল আলম বদর,মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া,সাধারন সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার,সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু,সহ সভাপতি শ্যামল কান্তি বোস,যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, এম,এম মহিউদ্দীন আহম্মেদ মুক্তু, মোঃ সিরাজুল ইসলাম মিয়া,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্য,সাংগঠনিক সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাব্বির খান,ধর্ম সম্পাদক সফিকুজ্জামান সবুজ,উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ হুজ্জাত হোসেন লিটু,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,বর্তমান প্রচার সম্পাদক জাহিদুর রহমান,সহ দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন,পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সী ও সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্যা,গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য শাহারিয়া কবির বিপ্লব,উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম,বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ এলাকার সকল শ্রেনীর প্রায় ৫/৬ হাজার সাধারন মানুষ জানাজা নামাজে অংশ নেয়। উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা শেষে মটর সাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরন করেছেন

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: