গোপালগঞ্জে কাশিয়ানীতে টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের নসিমন ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেলো ৫ জনের

 প্রকাশ: ২২ জুলাই ২০২২, ০৩:৫৬ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা





গোপালগঞ্জ  জেলা প্রতিনিধি :





গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে একটি মিক্সার মেশিন ও শ্রমিকবাহী ভটভটির সংঘর্ষ হয়েছে। এতে ভটভটিতে থাকা পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।


বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাঠামদরস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামে বলে জানা গেছে। তারা সবাই নির্মাণশ্রমিক।


নিহতরা হলেন- সুজন মৃধা, অমৃত বিশ্বাস, প্রতি দাস, হিরামন বিশ্বাস ও রাজ্জাক বিশ্বাস। তাদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে। জানা গেছে, ৯টার দিকে একটি নির্মাণাধীন ভবনের ঢালাইয়ের কাজ শেষে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন তারা

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: