গোপালগঞ্জ কাশিয়ানীতে বাইতুস্ সুজুদ জামে মসজিদ উদ্বোধন

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২২, ০৯:৩১ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ  জেলা   প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ান পোনা উত্তর পাড়ায় বাইতুস্ সুজুদ জামে মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

১২ আগষ্ট (শুক্রবার) দুপুর ১২ টায়

স্থানীয় মুসল্লিদের আয়োজনে মসজিদের জমি দাতা মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন শিকদার এ মসজিদের উদ্বোধন করেন।

এ সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু, ইউনিয়ন আ, লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোল্লা খালিদ হোসেন লেবু, মুন্সি আলমগীর হোসেন, বিশিষ্ট ঠিকাদার শেখ জহিরুল হাসান, আ, লীগ নেতা শেখ মাসুম, যুব লীগ নেতা আবুল কালাম কালু মিয়া, কাশিয়ানী এম এ খালেক কলেজের ভি পি কে এম মোরশেদ আলমসহ পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

পরে এ মসজিদে ১.৩০ টায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। জুমার নামাজে ইমামতি করেন মসজিদের নির্ধারিত ইমাম মাওলানা মুফতি শহিদুল্লাহ্।

নামাজ শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: