গোপালগঞ্জ কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত
![](https://alochitobarta.com/uploads/223123.jpg)
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী আমানুল্লাহ বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ইজিবাইকের চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আমানুল্লাহ বিশ্বাস উপজেলার বাথানডাঙ্গা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।
রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাট্টাইধোবা এলাকায় দুলাল সাহা স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর বাথানডাঙ্গাগামী একটি ব্যাটারি চালিত যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আমানুল্লাহ নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।