গোপালগঞ্জে আগুনে পুড়ল গোডাউনসহ তিন দোকান

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা








গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :





গোপালগঞ্জ শহরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে কাপড়ের গোডাউনসহ পুড়ে গেছে তিনটি দোকান। শুক্রবার (৭ এপ্রিল) রাত ২টার দিকে শহরের কাপড়পট্টির ফেন্সি শাড়ি হাউজের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. রাজীব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে একটি কাপড়ের গোডাউন, একটি টেইলার্সের দোকান ও একটি কাপড়ের দোকান পুড়ে যায়। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই।’


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপু বিশ্বাস বলেন, ‘ঈদ উপলক্ষে গোডাউন দুটিতে নতুন কাপড় রাখা হয়েছিল। এ ছাড়া টেইলার্সের দোকানে বিভিন্ন ক্রেতার অর্ডারের মালামাল ছিল। কিন্তু আগুনে সব পুড়ে গেছে। এমনকি টেইলার্স দোকানে থাকা ১০টি সেলাই মেশিন পুড়ে নষ্ট হয়ে গেছে।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: