গোপালগঞ্জের তরুণ কবি শায়ন বালার প্রথম আধুনিক কাব্যগ্রন্থ “নির্ঘুম রাত” শীঘ্রই পাঠকের হাতে

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ সদর


নূর আলম শেখ : জেলা প্ৰতিনিধি গোপালগঞ্জ।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের ইন্দুহাটি গ্রামে ১লা অক্টোবর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন শায়ন বালা (হরিদাস)। দুই বোনের পরে জন্ম নেওয়া এই কবি ও শিক্ষক ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতার প্রতি গভীর আগ্রহী। তাঁর পিতা স্বর্গীয় রবীন্দ্রনাথ বালা এবং মা প্রভাতী বালা। কথিত আছে, মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দির ছোট মা মঞ্জুলিকা দেবীর আশীর্বাদে শায়ন বালার জন্ম হয়।


শৈশব ও কৈশর কেটেছে ইন্দুহাটি গ্রামের পবিত্র ধূলিমাটিতে। শিক্ষাজীবনে তিনি ২০০৫ সালে ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৭ সালে উজানী বি.কে.বি ইউনিয়ন কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। উচ্চ শিক্ষা সম্পন্ন করেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগ থেকে; ২০১১ সালে স্নাতক দ্বিতীয় শ্রেণী, ২০১২ সালে মাস্টার্স প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।


বর্তমানে তিনি ডেমরা থানার বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। শিক্ষকতা ও সাহিত্যকর্মে তার নিষ্ঠা, ধৈর্য ও আন্তরিকতা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণার উৎস।


শায়ন বালা ছোটবেলা থেকেই ধর্মীয় কবিতা, আধুনিক কবিতা, ছোট গল্প ও উপন্যাস রচনা করে আসছেন। ২০১৯ সালে তাঁর কবিতা “মহামুক্তি” জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন-এ প্রকাশিত হয়। ২০২৩ সালে মাতোয়ারা আন্তর্জাতিক গ্রন্থেও এটি স্থান পায়।


২০২৬ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তাঁর প্রথম আধুনিক কাব্যগ্রন্থ “নির্ঘুম রাত”, যা পাঠক হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করবে।


শায়ন বালা শুধু একজন শিক্ষক ও কবি নয়, তিনি তরুণ প্রতিভাবান সমাজগঠক। তাঁর চিন্তাভাবনা ও সাহিত্যকর্ম আগামী প্রজন্মকে আলোকিত করবে। আমরা তাঁর আলোকোজ্জ্বল ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করি।

গোপালগঞ্জ সদর এর আরও খবর: