কিশোরগঞ্জের একজন সৎ আদর্শ মানুষ বানানোর কারিগর টাকার অভাবে এভাবে ঝরে পরবে কি।

মোঃ আবু তাহের নীলফামারী ব্যুরো প্রধানঃ
নীলফামারী, কিশোরগঞ্জে
মোঃ রাজু আহমেদ,(বয়স ৩২) কিশোরগঞ্জের স্বনামধন্য" সোনামনি কেজি স্কুল" ও পরিশেষে কিশোরগঞ্জ পাবলিক কেজি স্কুল এর একজন সৎ,আদর্শ শিক্ষক।
সহজ-সরল তাঁর জীবন যাপন চলছিলো। কিন্তু হঠাৎ করে ২০১৬ সালে কিডনি প্রবলেম দেখা দেয়, তাঁর দুইটা কিডনিই ডেমেজ হয়ে যায়।
কিডনি ট্রান্সপ্লানটেশন করার দরকার হয়।অন্য কেউ ডোনার না থাকায়, রাজু আহমেদের মা নিজের কিডনি ডোনেট করে ছেলেকে বাঁচানোর জন্য। মধ্যবিত্ত পরিবারের হওয়ায় অপারেশনের পর আবার সংসারের হাল ধরতে হয়। কারণ পরিবারে রাজু আহমেদের শুধু আর তার মা ই আছেন।বাবা অনেক আগেই মারা গেছেন। অবিবাহিত, ভাই নেই - বোনরা বিবাহিত। ট্রিটমেন্ট চলাকালীন কিশোরগঞ্জ পাবলিক স্কুলে শিক্ষকতা শুরু করেন।
কিন্তু অপারেশনের ৩/৪ বছর পর হঠাৎ করেই অসুস্থতা বেড়ে যায়। টেস্ট করে দেখা যায়,ট্রান্সপ্লান্ট করা কিডনি নন ফাংশনিং হয়েছে। এখন সেটা ESRD(End Stage of Renal Disease) এ।
এখন ডা.এর সাজেশন হলো যত তাড়াতাড়ি সম্ভব আবার নতুন করে নতুন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এর সেটার জন্য ১৪ লাখ টাকা প্লাস নতুন ডোনার দরকার। রাজু আহমেদ মধ্যবিত্ত পরিবারের একজন, যিনি ১ম অপারেশনের নিজের যা জায়গা জমি ছিল সব বিক্রি করে দিয়ে ২৯ লাখ টাকা মেনেজ করে অপারেশন করে আসেন। এখন উনি প্রায় নিঃস্ব ই হয়ে গেছেন। শুধু তাঁর ভিটে বাড়িটাই পরে আছে। সেটার বিক্রির প্রসেস চলছে। কিন্তু সেটা বিক্রি করেও ১৪ লাখ টাকা মেনেজ করা সম্ভব না।
তাহলে কি একজন সৎ আদর্শ মানুষ বানানোর কারিগর টাকার অভাবে এভাবে ঝরে পরবে কি।
আমরা কি রাজু আহমেদকে সাহায্য করতে একটু এগিয়ে আসতে পারি না।
সবার একটু করে সাহায্যে, সবাই একটু কন্ট্রিবিউট করলে হয়তবা,একটু উপকার হতে পারে। হয়ত বা সে অপারেশন সম্পন্ন করে আবার নতুন ভাবে আমাদের মাঝে শিক্ষার আলো দিতে ফিরে আসতে পারেন।
দয়া করে সবাই একটু সাহায্য করুন। রাজু আহমেদকে বাঁচাতে এগিয়ে আসুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানিয়েছে, সকল শিক্ষক ও ছাত্র - ছাত্রীরা।
যোগাযোগ:
আফরিনা আইরিন
রিয়া(RpMC-48th):
01318998624(বিকাশ)
017508313485(রকেট)
ছায়াঃ 017553125726(রকেট)
আরজুঃ 01761125219( বিকাশ)
রেজভীঃ017220165978(রকেট)
কেমিঃ017710978807(রকেট)