গোপালগঞ্জে মেয়র শেখ রকিবের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ সদর


মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে শীতের প্রকোপে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গোপালগঞ্জ পৌরসভার পৌরপিতা জনাব মো: শেখ রকিব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অস্থায়ী কার্যালয়ে মানবিক মেয়র শেখ রকিব হোসেনের উপস্থিতিতে শতাধিক অসহায় ও নিম্নবিত্ত  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এবিষয়ে মেয়র শেখ রকিব হোসেন বলেন, 'মানুষের দু:সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মানুষের ভাগ্যোন্নয়নে মহাপুরুষ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু, এ্যাড. মাহবুবুর রহমান, ডা. সিদ্ধিশ্বর মজুমদার, শ্রীমতি বিশ্বাস, মাসুম হাসান সহ সাংস্কৃতিক জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

গোপালগঞ্জ সদর এর আরও খবর: