এবছরের জানুয়ারিতে ফুটবলের বিভিন্ন অ্যাওয়ার্ড অ্যাচিভ করা নিয়ে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি।
স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ
পোল্যান্ডের বাচ্চাদের বেস্ট হওয়ার কথা না।যখন আমি ফিফার বেস্ট প্লেয়ার হয়েছি,আমি বিশ্বাস করতে পারিনি।আমি যখন বেড়ে উঠেছি ,তখন পোল্যান্ড থেকে কেউ বিশ্বের সেরা খেলোয়াড় হয়নি।বেড়ে উঠার জন্য আমার দেশে আমার এবং আমার মত শিশুদের জন্য কোনো রোল মডেল ছিলোনা এবং এমন কোনো স্কাউট ছিলো না যে বলবে, এই ছেলেটা ভালো খেলে
তাই আমাদের মধ্যে সবসময়ই একটা অনুভুতি থেকে যায় যে আমরা কোনোদিন বিশ্বের সেরা হতে পারবোনা।
২০২০ সালে রবার্ট লেভান্ডভস্কি বিশ্বের সেরা খেলোয়াড় ছিলো এবং এই বিষয়ে দ্বিমত পোষণ করার মানুষও নেই। কিন্তু ফুটবলে নিজেকে প্রতিষ্ঠা করতে যে পরিমাণ স্ট্রাগল তাকে করতে হয়েছে , তা ভাবলে অবাক লাগে।কোনো প্রপার একাডেমী সিস্টেম থেকে উঠে আসেননি তিনি,২১ বছর পর্যন্ত টপ ফ্লাইট ফুটবলের সুযোগ পাননি।
তবে,পোল্যান্ডের শিশুদের আর কোনোদিন কোনো আইডলের অভাবে ভুগতে হবে না,পোল্যান্ডের ইতিহাসের সেরা খেলোয়াড় সেটা নিশ্চিৎ করেই যাচ্ছেন।