প্রতিদিন একহাজার জনের মধ্যে খাদ্য বিতরণে প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা।
লায়েবুর রহমান (স্পেন থেকে):: স্পেন করোনাভাইরাস (কোভিড ১৯) আক্রান্ত দেশ গুলার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে । স্পেনে করোনাভাইরাস আক্রান্তের কারনে রেস্তোরাঁ, দোকানপাট, বিমান চলাচল ও কারখানা বন্ধ হওয়ার প্রেক্ষাপটে অর্থনীতির মন্দা আর আশঙ্কা নয়, বরং তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। গত এক মাসে স্পেনে ৩৫ লাখ এরও বেশি মানুষ কর্মহীন হয়েছে করোনাভাইরাস এর কারনে যার অধিকাংশই কাতালোনিয়ায়।
বেকার হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। স্পেন সরকার গত ১৪ মার্চ থেকে পুরো দেশেটিতে লকডাউন জারি করেছে। তা এতোটাই কড়াকড়ি ভাবে পালন করছে যে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই গুনতে হচ্ছে জরিমানা।
এমন পরিস্থিতির মধ্যে বার্সেলোনা শহরে একদল সেফ(কুক) নিজ উদ্যোগে গড়ে তুলেছে মানবতার সেবায় ফুড ফর গুড (FOOD FOR GOOD) নামে একটি সংগঠন যারা প্রতিদিন এক হাজার জন অসহায়, বৃদ্ধ ও দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে খাবারের ব্যবস্থা করছেন। মূলত, শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিত্তশালী ব্যক্তিদের নিকট থেকে খাদ্য ও আর্থিকভাবে সাহায্য পাচ্ছে সংগঠনটি। বার্সেলোনা শহরকে মোট দুইটি জোনে ভাগ করে খাদ্য সামগ্রী তৈরি এবং বিতরণ করছে সংগঠনটি।
দু’টি টিমের মধ্যে রাভাল জোনের দায়িত্বে আছেন বাংলাদেশী প্রবাসী সেফ এস এইচ রনি, উনার সাথে স্বেচ্ছাশ্রমে আরো ৭ সদস্যের একটি সহযোগী টিমও রয়েছে।
স্বেচ্ছাশ্রমে অংশ নেয়া রনির মতে “গরীব ও দরিদ্র মানুষের জন্য কিছু করার মতো সুযোগ প্রতিদিন আসে না এবং সৃষ্টিকর্তা আল্লাহ এ সুযোগ সবাইকে দেন না,তাই আমরা সর্বস্ব চেষ্টা করছি যে যারা না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে তাদের মুখে যদি এক বেলার খাবারও পোঁছানো যায় তাহলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করবো”। মানবিক তাড়নায় চাহিদাভিত্তিক কর্মসূচি বাস্তবায়নই এই তরুণদেরকে দরিদ্র, বঞ্চিত, অবহেলিত মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করার জন্য অনুপ্রাণিত করে বলেও তিনি উল্লেখ করেন।