রিয়াদে মহান পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ রুস্তম খাঁন, সৌদি আরব প্রতিনিধিঃ-
রিয়াদে মহান পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাকের পার্টির স্থানীয় কার্যালয়ের হল রুমে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব রিয়াদ শাখার জাকের পার্টির সভাপতি সাখাওয়াত হোসেন সেন্টুর সভাপতিত্বে সৌদি আরব পূর্বাঞ্চলের সহ-সভাপতি তাওলাদ হোসেনের সঞ্চালনায়
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সৌদি আরব পূর্বাঞ্চল শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আজিজ মহসিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, রিয়াদের সাধারণ সম্পাদক আল আমিন, আরিফ মাহমুদ, নবুউল্লাহ, কামাল হোসেন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, জাকের পার্টির আদর্শ প্রবাসী বাংলাদেশীদের মাঝে তুলে ধরে সৌদি আরবের বুকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শান্তির ছায়ায় সবাইকে নিয়ে আসার প্রত্যয়ে আমরা কাজ করছি।
বিপুল সংখ্যক জাকেরান আশেকান ও মুমিন মুসলমানের উপস্থিতিতে দিবস-দ্বয় উদযাপন করা হয়।
পরিশেষে তবারুক ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।