১১ টি দেশে বাংলাদেশী প্রবাসী মারা গেছেন ২ শতাধিক।
শামীম আহমেদ, সাইপ্রাস।
প্রবাসীদের জীবনে একটি অবিস্মরণীয় কালো অধ্যায় করোনা ভাইরাস। সমগ্র মহাবিশ্বে যত প্রবাসী আছেন করোনা সংকটে আজ তারা কঠিন চ্যালেন্জের মুখে। বেকারত্ব দুর করতে, একটি পরিবারকে আর্থিকভাবে স্বচ্ছল করতে,প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে নিজের জীবনের যাবতীয় সুখ শান্তি বিসর্জন দিয়ে বেছে নেন প্রবাস জীবন। কিন্তু আজ এ জীবন ভয়ংকর হুমকির মুখে। করোনা ভাইরাসের প্রকোপের শুরুর দিকে বাংলাদেশী প্রবাসীদের আক্রান্তের সংখ্যা খুবই নগন্য ছিলো কিন্তু এখন তা চরমে পৌছেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে।
আক্রান্তের দিক থেকে সোমবার পর্যন্ত সিঙ্গাপুরে ৬৬৯ জন, ইতালিতে ৭৪, স্পেনে ৭০, কুয়েতে ২৫, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে, মালয়েশিয়ায় ১২ ও জার্মানিতে ১০ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত ১১টি দেশে ২০১ জন বাংলাদেশি মারা গেছেন। সবশেষ তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত, যুক্তরাষ্ট্রে ১৩১ জন যাদের মধ্যে চিকিৎসকও রয়েছে, যুক্তরাজ্যে ৪৮, ইতালিতে ৬ জন, কানাডায় ৪ জন, সৌদি আরব ও স্পেনে ৩ জন করে, কাতারে ২ জন এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও গাম্বিয়ায় প্রত্যেকটি দেশে ১ জন করে মারা গেছেন।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা বাংলাদেশীদের কাটাতে হচ্ছে মানবেতর জীবন। অধিকাংশ প্রবাসীদের কাজ নেই বললেই চলে। কাজ না থাকায় তাদের দৈনন্দিন জীবনে আসছে আর্থিক সঙ্কটতা। অনিশ্চয়তার জীবন যাপন করছে সকলে। আর কতো দিন কাটাতে হবে এভাবে তা কারোরই জানা নেই।