করোনা বিস্তার প্রতিরোধে সাইপ্রাস সরকার বদ্ধপরিকর
শামীম আহমেদ, সাইপ্রাস।
করোনা ভাইরাস মোকাবেলায় সাইপ্রাস সরকার সব সময় কঠোর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে যাতে করে দেশটিতে করোনার প্রকোপ প্রতিরোধ করতে সক্ষম হয়। অর্থমন্ত্রী কনস্তান্দিনোস পেট্রিদেস বলেন সাইপ্রাস বর্তমান কঠিন পরিস্থিতি পার করতেছে,এই দুর্যোগময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সকলকে একসাথে কাজ করতে হবে। সকলকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
গ্রীক ইস্টারকে সামনে রেখে সাইপ্রাসের পুলিশ প্রধান কিপ্রুস মিহালিদেস সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, করোনা ভাইরাস বিস্তার নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করবে। ইস্টারের দিন চার্চে যাওয়া,স্বজনদের একত্রিত করা,ইস্টারের অগ্নি উৎসব,বুনিয়াদি কঠোর হাতে দমন করা হবে। অপর পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেন, ইস্টার উপলক্ষে কোন প্রকার হলি লাইট হোম ডেলিভারি করতে দেয়া হবে না। অহেতুক ঘরের বাইরে যাওয়া,জনসমাগম করা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে অগণিত লোক আইন অমান্য করায় আর্থিক জরিমানা গুনেছেন।
এদিকে সোমবার সন্ধায় সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় আজ ৮৯১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হয়েছে তন্মধ্যে ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত হয়েছে। সেইসাথে ভাইরাসটির আক্রমনে ৭৯ বছর বয়সের আজ একজন ১ জন নিহিত হয়েছে। ডা. লিওনটিউস কস্ট্রিকিস বলেন, এক কর্মস্হল থেকে ১২ জনের ভাইরাস ধরা পড়ে তারা সকলে এক কোম্পানিতে কাজ করতেন। আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত মোট ৬৬২ জন, নিহতের সংখ্যা মোট ১২ জন। তবে উল্লেখ্য যে করোনা ভাইরাসে নিহিত ১২ জনের মধ্যে পুরুষ ৮ জন,মহিলা ৪ জন এবং তাদের বয়স গড়হারে ৬৯ বছর। ৯ জন আশঙ্কা অবস্থায় আইসিইউতে আছে।অপরদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী যে ২০ হাজার লোকের পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে গত শনিবার থেকে এখন পর্যন্ত ৬২১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করা হয়েছে তন্মধ্যে সোমবার ১০ জনের করোনা ভাইরাস নিশ্চিত হয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশের অবস্থা সঙ্কটাপন্ন। প্রতিনিয়ত সবকটি দেশে ব্যাপকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা ও ঝুঁকে পড়ছে মৃত্যুর মিছিলের দিকে। করোনা সংকটের কারণে গোটা বিশ্বের মানবজাতি কঠিন চ্যালেন্জের মুখে পড়েছে। ভেঙে পড়ছে অর্থনৈতিক ব্যবস্হার ঘুরন্ত চাকা। সাইপ্রাস সহ বিভিন্ন দেশে বসবাস করা বাংলাদেশীদের কাটাতে হচ্ছে মানবেতর জীবন। অধিকাংশ প্রবাসীদের কাজ নেই বললেই চলে। কাজ না থাকায় তাদের দৈনন্দিন জীবনে আসছে আর্থিক সঙ্কটতা। অনিশ্চয়তার জীবন যাপন করতে হচ্ছে প্রত্যেকের।