কাশিয়ানীতে দেড় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস।

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২০, ০৫:১৭ অপরাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচার মাধ্যমে  মো: আতিকুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম শাহ জাহান সিরাজ অপু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর হাটে অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) দুপুর ২টায় কাশিয়ানী উপজেলার জয়নগর হাটে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচ মো: আতিকুল ইসলাম

এসময় তাকে সার্বিক ভাবে সাহায্য করেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম শাহ জাহান সিরাজ

উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম শাহ জাহান সিরাজ বলেন, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় কাশিয়ানীউপজেলার বিভিন্ন হাট বাজারে কারেন্ট জালের বেচা কেনা বেড়ে যায়। কাশিয়ানী উপজেলার জয়নগর হাটে অবৈধ কারেন্ট জালের হাট বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় অনেক কারেন্ট জাল ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলেও প্রায় ২০হাজার মিটার কারেনট জাল জব্দ করি যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা পরে তা ধ্বংস করা হয়।

কাশিয়ানী এর আরও খবর: