কাশিয়ানীতে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা।

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২০, ১১:০৩ অপরাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ৫ জনকে তিন হাজার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে কাশিয়ানী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম। 

জানা যায়, মাস্কের ব্যবহার নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে উপজেলা কাশিয়ানী বাজারে অভিযান চালায়। এ সময় মাস্ক না পরার দায়ে ৫ জনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক না থাকায় অনেক পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুল ইসলাম বলেন, মাস্ক পরিধান বাধ্যতামূলক হলেও অনেকে তা না পরে বাইরে বের হচ্ছেন। মাস্ক পড়া বাধ্যতামূলক করতে বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।

কাশিয়ানী এর আরও খবর: