গোপালগঞ্জ কাশিয়ানী ছোটখারকান্দি গ্রামে আগুনে পুড়া বাড়ি দেখতে যান পি আই ও মোহাম্মাদ মিরান হোসেন মিয়া।

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২০, ০১:৫১ পূর্বাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ছোটখারকান্দি গ্রামে ৩ বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৩ অগস্ট) রাত ১টা থেকে ২টা পর্যন্ত এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সাজাইল ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর নজরুল ইসলাম জানান, রবিবার রাতে ছোটখারকান্দি গ্রামে নূর মিয়া শেখের ছেলে মো. মুসা শেকের বসত ঘরের করেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে রিপন শেখ, চান মিয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে বাড়ির মালিকেরা।


ছোটখারকান্দি গ্রামে পুড়া বাড়ি সাহায্য দেন

ছোটখারকান্দি গ্রামে পুড়া বাড়ি সাহায্য দেন

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া জানান, ছোটখারকান্দি গ্রামে বসতঘর আগুনে পুড়ার খবর শুনে তাৎক্ষণিক ভাবে অসহায় তিন পরিবারের জন্য চাউল ও শুকনা খাবার নিয়ে দেখে এসেছি। তিনি আরো বলেন দ্রুত আগুন নিয়ন্ত্রণ না হলে আরও বসত ঘর পুড়ে যেতে পারতো।

কাশিয়ানী এর আরও খবর: