কাশিয়ানীতে সরকারী জায়গায় বালু ভরাটের জন্য ৫০ হাজার।

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের বিদ্যাধর গ্রামে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে সরকারি জায়গায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু ভরাটের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকালে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জায়গা ভরাট করার দায়ে মো. আকরাম মোল্যা নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহারিত কিছু পাইপ জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম বলেন,

বেথুড়ি ইউনিয়নের বিদ্যাধর গ্রামে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে সরকারি জায়গায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু ভরাটের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

কাশিয়ানী এর আরও খবর: