কাশিয়ানীতে অবৈধ্য ম্যাজিক জাল পুড়িয়ে দিলেন মৎস্য কর্মকর্তা।

 প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ১২:২৫ অপরাহ্ন   |   কাশিয়ানী


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবৈধ্য ভাবে ম্যাজিক জাল দিয়ে মাছ শিকার করায় ৫টি জাল পুড়িয়ে দেয়া হয়েছে।

আজ দুপুর ১২টায় উপজেলার মৎস্য অফিসে কর্মকর্তাদের উপস্থিতিতে মোঃ শাহজাহান সিরাজ অপু অবৈধ্য কারেন্ট জাল অগ্নিসংযোগে ধবংস করেন ।

মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি ওড়াকান্দি মৎস্য অভয়ারণ্যর সন্নিকটে কেবাকারা অবৈধ্য ম্যাজিক জাল দিয়ে মাছ শিকার করছে। এমন সংবাদে অফিস সহকারী কমলেশ মজুমদার ও পলাশ বৈদ্য ওড়াকান্দি ইউনিয়নের মৎস্য অভয়ারণ্যর নিকটে ৫টি অবৈধ্য ম্যাজিক জাল জব্দ করে কাশিয়ানী অফিসে আনেন। মৎস্য আইনে ম্যাজিক ও করেন্ট জাল দিয়ে মাছ শিকার করা সম্পুর্ণ অবৈধ্য তাই এই ৫টি জাল আগুনে ধবংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাধারন জনগন ও উপজেলা প্রশাসনসহ সাংবাদিক বৃন্দ।

কাশিয়ানী এর আরও খবর: