খুলনা -৬ আসনের কয়রা উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সভা

 প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ন   |   রাজনীতি




 জিল্লুর রহমান কয়রা (খুলনা) প্রতিনিধি:


মাঠ গোছানো ও তৃনমুল পর্যায়ের নেতা-কর্মীদের প্রাধান্যের বিষয়টি মাথায় রেখে এবং ভোট কেন্দ্রে যাহাতে শতভাগ নারী পুরুষের উপস্থিতিতে একটা গ্ৰহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রেখে ভোটারদের সরব করতে ঘর গোছানোর কাজে মরিয়া আওয়ামী লীগ।


খুলনা জেলার কয়রা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৯ ই ডিসেম্বর সকাল ১০ টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুপার সিলেকশন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রাধান্যের বিষয়টি মাথায় রেখে খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনের নৌকা মার্কার মনোনীত এমপি প্রার্থী মোঃ রশীদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার সহ পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তাই নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ কখনো করা যাবে না।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচন , ঐ দিন সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমি আপনাদের কাছে দোয়া ও আশির্বাদ চাই। খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসন টি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত আছে কিন্তু সেটা ভোটের মাধ্যমে প্রমান করতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ।

আমরা সবাই নৌকা কে 

 বিপুল ভোটে জয়লাভ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আসন টি উপহার দিবো ইনশাআল্লাহ।

আজ থেকে সবাই সকল বিভেদ ভুলে যেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের নৌকার পক্ষে ঐক্য গড়ে তুলতে হবে। প্রত্যেক পাড়া ও মহাল্লায় শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়ন মুলক কর্মকাণ্ডের সাফল্যের কথা বলতে হবে। কয়রা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্ত্বে ও কয়রা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান ও কয়রা উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: কমোলেশ চন্দ্র সানা , খুলনা জেলা পরিষদ সদস্য আবদুল্যাহ আল মামুন লাভলু সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ,কয়রা উপজেলা আওয়ামীলীগের ৭ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, ৭টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজনীতি এর আরও খবর: