খুলনার কয়রায় বিএনএম , এমপি প্রার্থীর পোস্টার ছিড়ে ফেললো দৃুর্বুত্তরা

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন -বিএনএম এর প্রার্থী ব্যারিষ্টার নেওয়াজ মোরশেদের নির্বাচনী পোস্টার ছিড়ে কপোতাক্ষ নদের চরে ফেলে দিয়েছে দৃুর্বুত্তরা।সোমবার দিবাগত রাতে কয়রা সদরে গোবরা গ্রামে বিএনএম এর প্রার্থীর নোঙর মার্কার পোস্টার ছিড়ে ফেলার ঘটনা ঘটে।বিষয়টি কয়রা থানা পুলিশ জানতে পেরে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,কয়রা সদরে গোবরা গুচ্ছ গ্রাম এলাকায় রাস্তার পাশে গাছে টাঙানো বিএনএম এর প্রার্থীর পোস্টার ছিড়ে কপোতাক্ষ নদের চরে ফেলে রাখা হয়েছে।ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের পোস্টার সকালে ছেড়া দেখে স্থানীয়রা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাইফুল্লাহ মিস্ত্রী বলেন,পোস্টার ছেড়া নোংরামি কাজ,সরকারের নির্বাচন বানচাল করার জন্য কুচক্রী মহল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।ভবিষ্যতে পোস্টার যাতে কেহ না ছেড়ে সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন -বিএনএম প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন,বিষয়টি খুব দুঃখজনক আমার জনপ্রিয়তা ঈর্ষণীয় হয়ে কিছু মানুষ আমার পোস্টার ছিড়ে ফেলেছে। আমি মনে করি জনগণ আমাকে ভালোবাসে। জনগণের ভালোবাসা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ হিসাবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, পোষ্টার ছেড়ার বিষয়টা জেনেছি, তদন্ত চলছে।ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, বিষয়টি গতকাল রাতে জানতে পেরে কয়রা থানা পুলিশের একটি টিম ঘটনা স্থানে তাৎক্ষণিক পাঠিয়েছিলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির একটি টিম কে ঘটনাস্থলে গিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।