নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰামপ্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ২৬ ডিসেম্বর বিকেলে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে মোটরসাইকেল সহযোগে শোডাউনের সময় হাতেনাতে ধরা হয়। অতপর শোডাউনটি ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং শোডাউন থেকে আটক মোঃ বেলাল ৩৮ পিতা- মোবারক আলী, চিববাড়ী, সাতকানিয়া কে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর আওতায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।