দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিককে অব্যাহতি দেওয়া হয়েছে।

সৌরভ সাহা
ডোমার উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ এর সত্যতা নিশ্চিত করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাচি প্রতীকে ভোটের মাঠে লড়ছেন সিদ্দিক। এর আগে তিনি এই আসনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে পাননি।