নবগঠিত ছাত্রলীগের কমিটিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আনন্দ মিছিল।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ১৬-১২-২০২৩ ইং শনিবার, ভালুকা উপজেলা মেদুয়ারী ইউনিয়ন ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি প্রকাশ করে উপজেলা ছাত্রলীগ, নবগঠিত কমিটিতে কে,এম রিয়াজকে সভাপতি এবং সজিব হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মেদুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আইয়ুব খান, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আফতাব মোল্লা, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার, মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন রাণী, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাধারণ মোছাইদুল ইসলাম উজ্জ্বল মোল্লা, সেচ্ছাসেবকলীগের সভাপতি উজ্জ্বল মোল্লা, সাধারণ সম্পাদক হানিফ খান।
মেদুয়ারী ইউনিয়ন ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা দেলোয়ার পাঠান নবগঠিত কমিটির সহ সভাপতি হাসিবুল হাসান, সোহান খান, সাংগঠনিক সম্পাদক জাফরুল আলম ফারদিন সহ মেদুয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।