শার্শায় বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোশারেফ হোসেন যশোর প্রতিনিধিঃ
আজ সোমবার ২২শে সেপ্টেম্বর ২০২৫, শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি। বক্তারা বলেন, ধর্ম যার যার হলেও দেশটা সবার। তাই আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান থানা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা থানা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিতে যান। সকালে শার্শা থানার ১ নং ডিহি ইউনিয়নের ফুলশর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইফুল ইসলামের পুত্র সাব্বির কুকুরের কামড়ে গুরুতর আহত হন। একই সময়ে শালকোনা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি বেগম হাত ভাঙা অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
খবর পেয়ে জনাব মফিকুল হাসান তৃপ্তি দ্রুত হাসপাতালে পৌঁছে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহতদের পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসার পুরো প্রক্রিয়ায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় তিনি যশোর সদর হাসপাতাল শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।