মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের নতুন কমিটির অনুমোদন দিলেন জেলা কমিটি

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন   |   রাজনীতি


নিজস্ব প্রতিনিধি, 

গোপালগঞ্জ জেলা কমিটির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুকসুদপুর উপজেলার নতুন কমিটির  অনুমোদন দিলেন জেলা কমিটি ।   জেলা কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলেন পুরানো কমিটির মেদোত্তীর্ণ হওয়ার কারনে পুরানো কমিটি ভেঙ্গে নতুন কমিটির অনুমতি দিলেন জেলা কমিটি ।  সভাপতি মোঃ রিয়াজ আহমেদ রাজ  এবং সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। 

রিয়াজ আহমেদ রাজ আগের কমিটির সরকারি মুকসুদপুর কলেজের ছাত্রলীগের  সভাপতি ছিলেন এবং মোঃ তরিকুল ইসলাম মুকসুদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।  গত ৫ আগস্টের পর থেকে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক  মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের হাল ধরে রেখেছেন। এবং  মুকসুদপুর উপজেলা ছাত্রলীগকে সু-সংগঠিত এবং শক্তিশালী গড়ে তোলেন। ইতিমধ্য আপনারা জানেন সভাপতি রিয়াজ আহমেদ রাজ ৫ আগস্টের পরে তার নামে কনো মামলা না থাকলে ও  ৫ মাস  জেলে খেটে জাবিনে আছেন এবং তিনি বর্তমানে  একাধিক মামলার আসামী হয়েছেন। এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও একাধিক মামলার আসামি হয়েছেন সুধু ছাত্র লীগ করার কারনে।  এদিকে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের  নেতা কর্মীরা রাজপথের  সহ পাটিকে নিতা হিসাবে  পেয়ে ফেজবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।  সবশেষে সভাপতি সাধারণ সম্পাদক জেলা কমিটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রাজনীতি এর আরও খবর: