কালকিনিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন   |   রাজনীতি


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবিতে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালকিনি উপজেলা জামায়াতে ইসলাম। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালকিনি ও ডাসার উপজেলা শাখার উদ্যোগে উক্ত কার্মর্সূচী পালন করে দলটির নেতাকর্মীরা। 

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী পালনের উদ্দেশ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা কর্মীরা দুপুরের পর থেকেই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্তরে আসতে শুরু করে ধীরে ধীরে নেতাকর্মীদের উপস্থিতিতে চত্তরটি জনসভায় পরিণত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর তিন আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পৌর জামাতের আমীর মাওলানা রফিকুল ইসলাম। 

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এনামুল হক, ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কালকিনি ভুরঘাটা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে এসে শেষ করে।  কালকিনি উপজেলা নায়েব আমির মাওলানা আব্দুল করিম, কালকিনি পৌরসভা নায়েব আমির মাওলানা এসএম শাহআলম, কালকিনি উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবার তালুকদার, কালকিনি পৌরসভার সাধারণ সম্পাদক মো: এনামূল হক, ডাসার উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জসিম উদদীনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরেরর নেতৃবৃন্দ ছিলেন।


রাজনীতি এর আরও খবর: