নাটোরের লালপুরে বিএনপি থেকে শতাধিক কর্মী সমর্থক জামায়াত ইসলামে যোগদান করেছেন।

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে বিএনপি থেকে শতাধিক কর্মী সমর্থক জামায়াত ইসলামে যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া বাজারে আনুষ্ঠানিক ভাবে তারা যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপি পন্থী কর্মী সমর্থকরা।
জামায়াত ইসলামি ওয়ালিয়া ইউনিয়নের ৬ নং (ওয়ার্ড) সভাপতি সজিব এর সভাপতিত্বে উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ লালপুর, বাগাতিপাড়া আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামি লালপুর উপজেলা শাখার সেক্রেটারি এ্যাড.মাসুদ রানা, লালপুর উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মহসিন আলম ও ।
সহ উপজেলা ও ওয়ালিয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, ডাঃ কামরুজ্জামান সহ থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নাটোর -১ লালপুর বাগাতিপাড়া আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায়, জামায়াতে ইসলামীতে যোগদান করেন।