জামায়াতে ইসলামীর গণসংযোগে সরব পাইকগাছা পৌর এলাকা

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন   |   রাজনীতি


মো: ইকবাল হোসেন: স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় পাইকগাছা পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডজুড়ে ১৩ নভেম্বর দিনব্যাপী গণসংযোগ পরিচালনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এলাকাবাসী ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বসিত উপস্থিতিতে গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

সকাল থেকেই তিনি পাড়া-মহল্লা, বাজার-ঘাট, দোকানপাট ও গ্রামীণ জনপদে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। গণসংযোগকালে তিনি জনগণের প্রতি শান্তিপূর্ণ আন্দোলনে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “দাঁড়িপাল্লা ইনশাল্লাহ ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আপনাদের সহযোগিতা ও ঐক্যই স্বৈরাচার ও দুর্নীতিকে প্রতিহত করার শক্তি।”

স্থানীয় জনগণ তার প্রতি ব্যাপক সমর্থন ও শুভেচ্ছা জানায়। নারী, পুরুষ, যুবক—সব শ্রেণির মানুষ তাকে অভ্যর্থনা জানায় এবং নির্বাচনী প্রচারণায় অনুপ্রাণিত অংশগ্রহণ করে। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীরাও তার সঙ্গে থেকে গণসংযোগ কার্যক্রমকে আরও গতিশীল করে তোলেন।

গণসংযোগ জুড়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণে পাইকগাছা পৌর এলাকা দিনভর সরব হয়ে ওঠে।

রাজনীতি এর আরও খবর: