মানিকগঞ্জ-১ বাঁচাতে ট্রাক প্রতীকে মাঠে নামলেন ইলিয়াছ হোসাইন

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন   |   রাজনীতি


মানিকগঞ্জ প্রতিনিধি,

মানিকগঞ্জ-১ আসনে ট্রাক প্রতীকে প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন। চাঁদাবাজ, বালুখেকো ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামার ঘোষণা।


মানিকগঞ্জ-১ সংসদীয় আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) এবার একটি ব্যতিক্রমী ও সাহসী রাজনৈতিক অধ্যায়ের মুখোমুখি। এই আসনে ট্রাক প্রতীকে নির্বাচনে প্রার্থী হয়ে মাঠে নেমেছেন সৎ, যোগ্য ও মানবিক হিসেবে পরিচিত মোহাম্মদ ইলিয়াছ হোসাইন।


স্থানীয় রাজনীতিতে তার প্রার্থীতা ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে।



স্থানীয়দের মতে, মোহাম্মদ ইলিয়াছ হোসাইন কোনো পেশাদার রাজনীতিক নন। রাজনীতিতে না এলেও তার ব্যক্তিগত জীবনে কখনো অভাব-অনটনের ছাপ ছিল না। এরপরও তিনি রাজনীতিতে এসেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্যকে সামনে রেখে—মানিকগঞ্জ-১ আসনকে চাঁদাবাজ, বালুখেকো, দখলবাজ ও দুর্নীতিবাজ চক্রের কবল থেকে মুক্ত করা।


“রাজনীতি ব্যবসা নয়, জনগণের সেবা”—হিসেবে উল্লেখ করেন  ইলিয়াছ হোসাইন।


ইলিয়াছ হোসাইন ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বলেন, “আমি রাজনীতিতে এসেছি নিজের স্বার্থে নয়। মানিকগঞ্জ-১ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, দখলদারি আর দুর্নীতির শিকার। এই অবস্থা বদলাতেই আমার রাজনীতিতে আসা। রাজনীতি যদি জনগণের সেবা না হয়, তাহলে সে রাজনীতি অর্থহীন।”


সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশা

এলাকাবাসী জানান, দুর্দিনে ইলিয়াছ হোসাইন সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় পরিবার, দরিদ্র মানুষ ও সামাজিক সংকটে তার ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত। ফলে এবার তারা একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রতিনিধি হিসেবে তাকে সংসদে পাঠাতে চান।


দৌলতপুরের এক প্রবীণ বাসিন্দা বলেন,

“আমরা বহু বছর ধরে লুটপাট আর চাঁদাবাজির রাজনীতি দেখেছি। এবার আমরা একজন সৎ মানুষকে সুযোগ দিতে চাই। ইলিয়াছ হোসাইন সেই মানুষ।”

আন্দোলন-সংগ্রামের পরীক্ষার মুহূর্ত

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, মোহাম্মদ ইলিয়াছ হোসাইনের মতো একজন সৎ ও নির্ভীক মানুষকে যদি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা না যায়, তাহলে মানিকগঞ্জ-১ আসনের মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।


তারা মনে করেন, এই নির্বাচন শুধু ব্যক্তি নির্বাচনের বিষয় নয়—এটি দুর্নীতির রাজনীতি বনাম সৎ নেতৃত্বের রাজনীতির একটি স্পষ্ট লড়াই।


ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান

মানিকগঞ্জ-১ আসনের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, আসন্ন নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট দিয়ে মোহাম্মদ ইলিয়াছ হোসাইনকে বিজয়ী করতে হবে। তাদের ভাষায়,

“এটাই মানিকগঞ্জ-১ আসনকে রক্ষা করার শেষ সুযোগ।”


মানিকগঞ্জ প্রতিনিধি

মো: আরিফুর রহমান অরি

রাজনীতি এর আরও খবর: