নীলফামারীতে বিএনপি মহিলা কমিটি ঘোষণা।
নুরল আমিন রংপুর ব্যুরোঃ
নীলফামারীতে জেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী নীলফামারী জেলা শাখার ৯সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। সোমবার বিকেলে প্রজাপতি কনভেনশন সেন্টারে জেলা বিএনপির আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতি পদে তাজনীম ফৌজিয়া ওপেল, সহ-সভাপতি স্বপ্না আলমগীর, সাইফুন নাহার সেইজি, রুকু ইসলাম। সাধারণ সম্পাদক পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক আসমা বেগম, মোসলেমা বেগম। সাংগঠনিক সম্পাদক পদে সীমা পারভীন, সহ সাংগঠনিক সম্পাদক মহসেনা বেগমের নাম ঘোষণা করা হয়। কর্মীসভায় উপস্থিত ছিলেন মহিলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাংস্কৃতিক সম্পাদক মমতাজ বেগম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার,সহ-সভাপতি বাচ্চু প্রধান, সহ-সভাপতি মোক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি সেফাউল জাহাঙ্গীর সেফু, জেলা ছাত্র দলের ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য মনিরুলসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।