নর্থ বেঙ্গল সুগার মিলে সিবিএ এর সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২২, ০৪:২৮ অপরাহ্ন   |   রংপুর


 

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন (সিবিএ) এর দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার রাতে (১২ জানুয়ারি) মিলের ট্রেনিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। 

নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক কর্মচারি ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি গোলাম কাওসার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান 

অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয়

শ্রম দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি বিভাগীয় শ্রম কল্যান সংগঠক গোলাম মোস্তফা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিলের সিবিএ এর অর্থ সম্পাদক শাহেদুজ্জামান শাহেদ, যুগ্ম সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মানিক,

ধর্ম ও ক্রীড়া সম্পাদক শাজহান আলী, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল সিআইসি সাহিন ইসলাম, সাবেক সহসভাপতি আব্দুল হাই, শ্রমিক নেতা মতিউর রহমান, নজরুল ইসলাম ভান্ডারি,ইক্ষু বিভাগের নেতা জাহাঙ্গীর আলম, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাইদুর রহমান, হিসাব বিভাগের সাবেক অর্থ সম্পাদক মঞ্জুর  রহমান,সিডিএ সমির কুমার পাল, মৌসুমী ক্যাশিয়ার আব্দুল আলিম।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২২ জানুয়ারি নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক কর্মচারি ইউনিয়ন (সিবিএ) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য করা হয়।

রংপুর এর আরও খবর: